মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এমটিবি ও গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স নিয়ে এলো 'নিবেদিতা বান্ডল ইন্সু্যরেন্স'

  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
এমটিবি ও গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স নিয়ে এলো 'নিবেদিতা বান্ডল ইন্সু্যরেন্স'
এমটিবি ও গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স নিয়ে এলো 'নিবেদিতা বান্ডল ইন্সু্যরেন্স'

নারীদের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নের পথে আরেকটি নতুন সংযোজন হিসেবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স পিএলসি যৌথভাবে চালু করল "নিবেদিতা বান্ডল ইন্সু্যরেন্স"। বিশেষভাবে এমটিবি অঙ্গনা গ্রাহকদের জন্য ডিজাইন করা এই ইন্সু্যরেন্স প্যাকেজটি নারীদের অর্থনৈতিক সুরক্ষা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চালু হওয়া এই বিশেষ উদ্যোগটি নারীদের আর্থিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এমটিবি সেন্টার, গুলশান-এ, যেখানে এমটিবি-এর সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-এর নেতৃত্বে। একইভাবে, ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-এর নেতৃত্বে গ্রীন ডেল্টা ইন্সু্যরেন্স-এর সিনিয়র ম্যানেজমেন্ট টিম অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে