বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

যে কারণে পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

যাযাদি ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৩২
যে কারণে পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাজ্যের সরকারি সংস্থা দ্য ফরেইন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও। জারি করা নতুন নির্দেশিকায় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মঙ্গলবার প্রকাশিত নির্দেশিকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের ১০ মাইলের মধ্যে ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।

এছাড়া খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বেশ কয়েকটি এলাকা, যেমন বাজৌর, বান্নু, সোয়াত, পেশোয়ার এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ অন্যান্য অঞ্চল ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

কাকরোরাম হাইওয়ের মানসেহরা থেকে চিলাস পর্যন্ত এবং এন৪৫ হাইওয়ের মারদান থেকে চিত্রাল পর্যন্ত, বিশেষ করে কালাশ উপত্যকায় যাওয়াও নিরুৎসাহিত করা হয়েছে।

বেলুচিস্তানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে এন১০ মোটরওয়ের দক্ষিণ অংশ এবং সিন্ধু সীমান্তসংলগ্ন এন২৫ মহাসড়কের নির্দিষ্ট অংশের বাইরে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

আজাদ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার ১০ মাইলের মধ্যে এবং সিন্ধু প্রদেশে নওয়াবশাহের উত্তরের কিছু এলাকায় ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সতর্কতা এমন সময়ে এসেছে যখন খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে, যা মূলত আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনীর ওপর কেন্দ্রীভূত।

পাকিস্তান বারবার আফগানিস্তানকে আহ্বান জানিয়েছে যাতে তাদের ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহার করা না হয়।

এরই মধ্যে, পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। গত দুই সপ্তাহে খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৮ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে