শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শুক্রবার ঐতিহাসিক আমতলায় স্বাস্থ্যবিধি মেনে সেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী(আসঝি) এর আয়োজনে ফটোগ্রাফি ২০২০ইং সালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আদিব আদনান সোহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেস ক্লাবের মুখপাত্র ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী-টিটু, বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক মোহাম্মদ সামছুল হক ও রুবেল মিয়া প্রমুখ ।
পরে প্রথম স্থান অধিকারী উপজেলার ডেফলাই গ্রামের আনোয়ার হোসেন, দ্বিতীয় জুলগাও গ্রামের আবু রায়হান ও তৃতীয় ভারুয়া গ্রামের সোহাগ মিয়ার হাতে অতিথিরা বিজয়ের পুরস্কার তুলে দেন । সেচ্ছসেবী সংগঠনটি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক হিসাবে জনসেবায় ২০টি পয়েন্ট নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করবে বলে আত্বপ্রকাশ করেছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd