সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আনোয়ারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৩২
আনোয়ারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আনোয়ারায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় ৬ হাজার অসহায় ও দারিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

শনিবার বিকাল ৩ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া নিজ বাড়ি থেকে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমি’র পক্ষ থেকে তিনি এসব কম্বল বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা আবু জাফর চৌধুরী, আজিজুল হক নসু , মুক্তিযোদ্ধা মো. আলী,সিইউএফএল সিবিএ’র সভাপতি আবদুর রহিম,সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান ও ফরহাদ চৌধুরীসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ শেষে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ সাংবাদিকদের বলেন, আমার রাজনৈতিক অভিভাবক প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর আত্মার শান্তি কামনা ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছি। তারই ধারাবাহিকতায় এলাকায় ৬ হাজার গরীব অসহায়দের পাশে দাড়িয়েছি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে