বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ডোমারে প্রচন্ড শীতে বিপর্যস্ত জনজীবন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৫৯
ডোমারে প্রচন্ড শীতে বিপর্যস্ত  জনজীবন
ডোমারে প্রচন্ড শীতে বিপর্যস্ত জনজীবন

দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারীর ডোমারে বইছে শৈত্য প্রবাহ। সেই সাথে বইছে হিমেল হাওয়া।হিমালয়ের পাদদেশে অবস্থিত এ উপজেলায় হিমেল বাতাসের কারনে প্রচন্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর মেঘে আকাশ ঢেকে রয়েছে।

সারাদিন সূর্যের দেখা নেই। গত দু-দিন ধরে ঠান্ডা কিছুটা কম থাকলেও সোমবার বিকেল থেকে আবারো হিমেল বাতাস শুরু হলে ঠান্ডা বেড়ে যায়। ঘন কুয়াশায় আকাশ ঢেকে যায়। রাতের বেলা বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। মাঠ ঘাটে লোকজনের উপস্থিতি কমে গেছে। বিকেলের পর থেকে রাস্তাঘাট জনশুন্য হয়ে পড়ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ীর বাইরে বের হচ্ছে না।

ফলে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষজন। রাস্তাঘাটে মানুষজন আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। উপজেলা প্রশাসন, পৌরসভা ও ব্যাক্তি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রচন্ড ঠান্ডায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিশু ও বৃদ্ধরা। ইতিমধ্যে শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে