বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

​ফুলবাড়ীতে এসএসসির পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৫১
​ফুলবাড়ীতে এসএসসির পরীক্ষার্থীদের  বিক্ষোভ ও মানববন্ধন
​ফুলবাড়ীতে এসএসসির পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোসহ বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে তাদের দাবিসমূহ লেখা ফেস্টুন, ব্যানার নিয়ে দাঁড়িয়ে কালো কাপড় চোখে বেঁধে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

শিক্ষার্থীদের জানায়, জীবনের ঝুঁকি নিয়ে এসএসসি পরীক্ষা নয়, নামমাত্র সংক্ষিপ্ত সিলেবাসও নয়, বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি তাদের।

মানববন্ধন শেষে সেখানে তারা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল ও ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে