বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

​যশোরস্থ মণিরামপুর সমিতির করোনা সরঞ্জামাদি হস্তান্তর

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২১, ২১:২৩
​যশোরস্থ মণিরামপুর সমিতির করোনা সরঞ্জামাদি হস্তান্তর
​যশোরস্থ মণিরামপুর সমিতির করোনা সরঞ্জামাদি হস্তান্তর

করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, হেডকভার, পিপিই, মাস্ক, গাউন ও হ্যান্ড গ্লোভস দিয়েছে।

সোমবার সমিতির নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথের হাতে এসব করোনা সরঞ্জাম তুলে দেন। এ সময় সমিতির সভাপতি ডা. এএইচএম আ. রউফ, সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী, শামসুর রহমান, আলহাজ্ব ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, সহ-সম্পাদক সঞ্জয় কুমার মল্লিক, প্রচার সম্পাদক প্রভাষক ফরিদ উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, ক্রীড়া সম্পাদক খবিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম টগর, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদস্য মহাসিন কবির, প্রভাষক নাজিম উদ্দীন, বিকাশ চন্দ্র, সুকুমার চক্রবর্তী, আজগার আহম্মেদ, কওসার আহম্মেদ, আবু শাহিন, হাফিজুর রহমান, সাংবাদিক রাহুল রায়, আব্দুল আলিম জিন্নাহ, মাস্টার জয়নুল আবেদন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু ও সদস্য তাজাম্মূল হোসাইন উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে