বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

৫৪ কেজি গাঁজাসহ বিজয়নগরে দুই মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৪ অক্টোবর ২০২১, ১৭:৪৪
৫৪ কেজি গাঁজাসহ বিজয়নগরে দুই মাদক কারবারী গ্রেপ্তার
৫৪ কেজি গাঁজাসহ বিজয়নগরে দুই মাদক কারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।

গত শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার নজরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কামালমুড়া গ্রামের মোঃ দুলাল মিয়া (৪২) ও একই এলাকার মোঃ সাব্বির মিয়া (২০)।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে