বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গাজীপুরে জাহাঙ্গীরের পদে দায়িত্ব পেলেন আতাউল্লাহ মণ্ডল

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২১, ১৪:৩৩
গাজীপুরে জাহাঙ্গীরের পদে দায়িত্ব পেলেন আতাউল্লাহ মণ্ডল
গাজীপুরে জাহাঙ্গীরের পদে দায়িত্ব পেলেন আতাউল্লাহ মণ্ডল

বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে মো. আতাউল্লাহ মন্ডলকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহানগর শাখার সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মো. আতাউল্লাহ মন্ডলকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়। একইসঙ্গে দলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে