বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

​নাসিরনগরে মেম্বার পদে মাসুদুর রহমান বিজয়ী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৫ নভেম্বর ২০২১, ১৬:৫৬
​নাসিরনগরে মেম্বার পদে মাসুদুর রহমান বিজয়ী
​নাসিরনগরে মেম্বার পদে মাসুদুর রহমান বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে (মেম্বার) পুনরায় নির্বাচনে মাসুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

মাসুদুর রহমান (মোরগ প্রতীকে) ১ হাজার ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আবুল হোসেন (টিউবওয়েল প্রতিক) পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট।

গত বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোকর্ণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গননা শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার আবুল খায়ের বে-সরকারিভাবে মাসুদুর রহমানকে নির্বাচিত ঘোষনা করেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোকর্ণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মাসুদুর রহমান (মোরগ) এবং মোহাম্মদ আবুল হোসেন (টিউবওয়েল) উভয়ই সমান সংখ্যক (৪৯০) ভোট পান। বুধবার এই ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে