ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ইউনিয়নে ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ওয়ার্ডের অন্য প্রতিদ্বন্দ্বীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় এবং অন্য আরেকটি ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই দুই জন ওয়ার্ড মেম্বার পদে নির্বাচিত হন।
জানা যায়, উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) মো. ইসমাইল হোসেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। তার ওয়ার্ড থেকে অন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া ৫ নং বোয়ালমারী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে মো. ইউনুস শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডের অপর তিন প্রার্থী আলমগীর মোল্যা, বিল্লাল মোল্যা ও মো. আইউব খাঁ রবিবার (২৮ নভেম্বর) দুপুরে নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd