চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরী বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিসহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলে আওয়ামীলীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্ত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এসময় তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরী দলীয় প্রতীক নৌকা না পেয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন।
গত ২২ জানুয়ারী গভীর রাতে ৬০/৬৫জন সন্ত্রাসী নিয়ে তার বাড়ীতে হামলা চালান। এ সময় তাকে অশ্লীন ভাষায় গালিগালাজসহ নির্বাচন না করার জন্য হুমকি প্রদান করেছেন বলে উল্লেখ করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ জানুয়ারী থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, আবদুর শুক্কুর, আলী আহমদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, নির্ঝন বড়ুয়া জয়, ছাত্রলীগ নেতা মোঃ রিয়াদ ও নাজিম উদ্দীন প্রমুখ।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd