নরসিংদীর শিবপুরে সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং মজুত বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
শনিবার উপজেলার কলেজ গেট বাজার ও মদিনা অয়েল মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান।
এ সময় কলেজ গেট বাজারে পণ্যের মূল্য চার্ট না থাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রি ও তেল মজুত করায় ৭টি মামলায় ৮ হাজার টাকা এবং মদিনা অয়েল মিলে অপর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ, শিশু শ্রমিক ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট। এ সময় ইউএনও জিনিয়া জিন্নাত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সরকার নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি করতে হবে, তেল মজুত রাখা যাবে না। অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করলেই শাস্তি ভোগ করতে হবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শিবপুর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড মো. শাহরুখ খান।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd