প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটূক্তি ও ফেনীতে ছাত্রদলের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুরে ফেনী পৌর চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক, ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতির নোমান হাবিব।সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd