কক্সবাজারের ইনানিসৈকত পয়েন্ট ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
কক্সবাজার মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
ইনানি পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান বলেন, ‘ইনানিসৈকতে যুবকের লাশ ভেসে আসে। প্রাথমিকভাবে তার পরিচয় মেলেনি। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।’
ইনানিসৈকতে ভেসে আসা যুবকের বয়স ৩০ বছর ও কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর বলে ধারণা করা হচ্ছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd