ব্রাহ্মণবাড়িয়ায় বিবাহ প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্টেকহোল্ডার সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টেকহোল্ডার সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ),ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ তানবীর ভুইয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আল আলামিনুল হক পাভেল, প্রধান শিক্ষক বদিউজ্জামান, কাজী ইয়াহহিয়া মাসুদ, সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, ইমাম মোস্তাক আহমেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহগীর আলম বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd