জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেতা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার ভূমি ফায়যুল ওয়াসিম নাহাত, মেয়র মোঃ মনির উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ মোহব্বত কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
যাযাদি/এস