বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ১৬ আগস্ট ২০২২, ১৮:০৩
কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে, সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে দোয়া শেষে হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণী করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ড. শফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন,সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর হাবিবুর আলামিন সাদি, প্যানেল মেয়র কাউন্সিলর মনজুর কাদের মনি প্যানেল মেয়র কাউন্সিলর কায়ছারা বেগম সুমিসহ সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরবৃন্দরা।

এছাড়াও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর পার্ক নগর উদ্যানে সকালে ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মেয়র আরফানুল হক রিফাত এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলামসহ কাউন্সিলরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে