বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

‘এডিট করে দে সমস্যা নাই, কিন্তু জাতের কারও ছবি দে’

বিনোদন ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ১৫:০৩
‘এডিট করে দে সমস্যা নাই, কিন্তু জাতের কারও ছবি দে’
অভিনেত্রী শবনম ফারিয়া

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক গাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রীর ছবি বিকৃত করে ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়।যদিও পরবর্তীতে জানা যায় ছবিটা তার নয়। আবারও সেই একই ঘটনার মুখোমুখি শবনদম ফারিয়া।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন শবনম ফারিয়া। যেখানে সুইমিংপুলে দাঁড়িয়ে থাকা এক নারীর ছবি শেয়ার করেছেন তিনি।

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ভাই এডিট করে ছবি দে, সমস‍্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট‍্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?

এরপর যার ছবি শেয়ার করেছেন সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দিয়ে দিয়েছেন ক্যাপশনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে