ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় বুধবার সকালে এক অভিযানে ৮৬৫টি ভারতীয় চোরাচালানীর শাড়ী উদ্ধার করেছে র্যাব। এ সময় চোরাচালানীর সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকঅপি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রুবেল মিয়া (২৩), আরিফ হোসেন (২০), আরমান হোসেন (২৮) ও মো. আলী নেওয়াজ মজুমদার (২৯)।
এতে পিকআপের মধ্যে ১০ বস্তা এবং প্রাইভেট কারের পেছনের অংশে থাকা ২ বস্তা ভারতীয় চোরাচালানীর শাড়ী উদ্ধার করা হয়। দুটি গাড়ীতে মোট ৮৬৫টি বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানের শাড়ী জব্দ করা হয়ছে। জব্দকৃত শাড়ীর আনুমানিক মূল্য ধরা হয়েছে ২১ লাখ ৬২ হাজার টাকা। এ সময় মো. রুবেল মিয়া (২৩), আরিফ হোসেন (২০), আরমান হোসেন (২৮) ও মো. আলী নেওয়াজ মজুমদার (২৯)নামে চারজনকে চোরাচালনীর সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম একটি প্রাইভেট কার ও একটি পিকআপে থাকা ৮৬৫টি ভারতীয় চোরাচালানের শাড়ী উদ্ধার, গাড়ী দুটি জব্দ ও চোরাচালানের সাথে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত শাড়ীর আনুমানিক মূল্য ধরা হয়েছে ২১ লাখ ৬২ হাজার টাকা। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যাযাদি/ এসএইচ