শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে হিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ৮ ছাত্রীসহ ২ শিক্ষিকা অসুস্থ

চিতলমারী(বাগেরহাট) সংবাদদাতা
  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪

বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাক্স হিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ৮ স্কুলছাত্রীসহ দুই শিক্ষিকা অসুস্থ হয়ে পেড়েছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী জানান, ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আরিশা আক্তারের খুব শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় ওই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে কিছু ক্ষণের মধ্যে একই ক্লাসের নওশীন, সুইটি হীরা, সুসমিতা রায়, আশামনিসহ আরো ৭ জন ছাত্রীর ওই একই উপসর্গ দেখা দেয়। তৎক্ষণাৎ তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষী বিশ্বাস ও খুকু রানী বিশ্বাস অসুস্থদের সাথে থাকায় তারাও এই রোগে আক্রান্ত হন। অসুস্থ ছাত্রীদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী ৫ ছাত্রী এখনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, এ রোগটি সাধারণত মানষিক চাপের কারণে দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় এ রোগের নাম মাক্স হিস্টোরিয়া। প্রাথমিক চিকিৎসায় অসুস্থরা অনেকটা সুস্থ হয়ে উছেছে। এতে ভায়ের কোন কারণ নেই।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে