নেত্রকোনা বারহাট্টা বেসকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম মোঃ শফিকুল হক চৌধুরীর স্বরণে ৩ দিনব্যাপি বিশেষ মেডিকেল ক্যাম্প (স্বাস্থ্য ও ফিজিওথেরাপি সেবা) উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম মাল্টিপার পাস কামহল রুমে এ সেবা কার্যক্রম উদ্ভোধন করা হয়।
ডাঃ আব্দুর রহমানের সঞ্চালনায় ও আশার ময়মনসিংহ বিভাগীয় ম্যানেজার আব্দুল জলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান মাইনুল হক কাশেম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ আব্দুলআজিজ, ডাঃ শরিফুল ইসলাম। ময়মনসিংহ ডিভিশনের সিনিয়র বিভাগীয় কর্মকর্তা মোঃ আবুতাহের চৌধুরী প্রমুখ পরে ২০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও বিনামূল্যে ঔষধসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীসহ পঙ্গু রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় ।
যাযাদি/সাইফুল