নেত্রকোনার স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে বুধবার আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মিনি ম্যারাথন উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব স্বপন কুমার পাল, উন্নয়ন কর্মী কোহিনুর ইসলাম, সাংবাদিক পল্লব চক্রবর্তী প্রমুখ।
যাযাদি/সাইফুল