নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক জমি অধিগ্রহণ করে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ না করার দাবিতে মানববন্ধ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (জাদুঘর) প্রধান ফটকের সামনে বাগমুছা তাসলিমা (রহঃ) ইসলামী সেন্টার কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক প্রাচীন বাংলার রাজধানী, বার ভূইয়াদের অন্যতম নেতা ঈশাখার বাড়ী সোনারগাঁ। এই সোনারগাঁ এখন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন একটি জাদুঘর নামে সারা বিশ্বে পরিচিত। তাই এই জাদুঘরের পরিধি বৃদ্ধ করার লক্ষ্যে ঐতিহাসিক পানামনগরের সাথে সংযুক্ত বাগমুছার রাস্তাটি বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে এক আদেশ প্রদান করা হয়েছে। যা বাস্তবায়ন করা হলে তিন হাজার জনবসতির বাগমুছা এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটবে।
তারা আরো জানান, পানামনগর, বাগমুছা, খাগুটিয়া, লাহাপাড়া, কৃঞ্চপুরাসহ ৫-৬ টি গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া সকল ছাত্র-ছাত্রী ও অভিবাবকসহ সকল জনসাধারণ একত্রিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। সরকারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। যেন অতিসত্বর এই আদেশ বাতিল করে আমাদের রাস্তাটি বহাল রাখা হয়।
উল্লেখ্য যে, এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর বরাবরে চিঠি পাঠিয়েছেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়েও চিঠি অবহিত করবেন বলে জানান মানববন্ধনের আয়োজকরা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা পরিবার শেখ ফরিদ,ঝুনু বাদল, সমর সরকার এলাকার নেতা মোতালিব হোসেন স্বপন, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর জায়েদা আক্তার মনি, সাবেক কমিশনার মোঃ আমির হোসেন, পৌরসভার যুবলীগ সভাপতি মোঃ আসাদ মিয়া, স্বেচ্চাসেবকলীগ এর সাবেক সভাপতি হুমায়ুন কবির মোল্লা খোকন, উদয়ন কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ পারভেজ, ইঞ্জিঃ মোঃ মহিউদ্দীন, পল্লীবিদ্যুৎ ইঞ্জিনিয়ার নয়ন, আদমপুর বাজার সমিতির সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মোল্লা, সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, সমাজ সেবক রজব আলী, সমাজ সেবক মোহাম্মদ আলী, মোঃ সোলায়মান, মোঃ জামান প্রধান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
এসএম