শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বরুড়া উপজেলা দুপ্রক কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ

বরুড়া প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:২০
বরুড়া উপজেলা দুপ্রক কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ
বরুড়া উপজেলা দুপ্রক কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লার বরুড়ায় ২৫ জানুয়ারি ২০২৩ রোজ বুধবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার মাধ্যমে বরুড়া উপজেলা প্রশাসনের পরামর্শে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরুড়া কর্তৃক বরুড়া উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সততা সংঘ / সততা ষ্টোর আছে সেসকল প্রতিষ্ঠানে দুদক কর্তৃক প্রেরিত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ, পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়, বরুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়, ছোটতুলাগাঁও বালিকা মহিলা কলেজ ও মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে সততা চর্চার লক্ষে শিক্ষা সামগ্রীগুলো স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটি, গভনিং বডি, গন্যমান্য ব্যক্তি বর্গ, অভিভাবক ও শিক্ষকগনের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষাসামগ্রীগুলো বিতরণ করা হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানগুলোতে বরুড়া উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহআলম ও সাধারণ সম্পাদক মো: আজহার সুমন তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে দুর্নীতি দমন ও প্রতিরোধে সচেতন করা সহ ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার উদাত্ত আহ্বান জানান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে