শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালিহাতীতে  বাড়ি-ঘর ভাংচুর,বৃদ্ধকে পিটিয়ে আহত 

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৮

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামান্না উত্তরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শওকত আলী(৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত ও বাড়ি-ঘর ভাংচুর করেছে বলে অভিযোগ ওঠেছে তার সৎভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহত শওকত আলী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।

বুধবার বিকালে কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,শওকত আলী বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।এসময় তিনি জানান,সোমবার(৩০ জানুয়ারী) সকালে তার জমিতে ঘর তুলতে যায়। এসময় তার সৎভাই তোফাজ্জল,ভাতিজা তুহিন ও ভাইবউয়ের সাথে কথা কাটাকাটি হয়।রাতে তারা এসে তার ঘর ভাংচুর করে।সে বাধা দিলে তারা তাকে কিল ঘুষি,লাথি মেরে আহত করে।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কালিহাতী থানার এসআই কায়সার জানান,তারা সৎভাই,তাদের জমি ভাগাভাগি না করে ঘর তোলাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে।তারা আদালতের মাধ্যমে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে