মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪১
শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ তালুকদার। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নূরচান, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মোমেন খান, প্রচার সম্পাদক মাহবুব খান, সদস্য কামাল হোসেন, আবদুর রব শেখ মানিক প্রমুখ। এসময় অন্যাণ্যদেরন মধ্যে উপস্থিত শিবপুর মডেল থানার সেকেন্ড অফিসার আফজাল হোসেন, এস আই মনির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ।

1

মতবিনিময় সভায় শিবপুর মডেল থানার নবাগত ওসি মোঃ ফিরোজ তালুকদার বলেন, শিবপুর মডেল থানার দরজা সবসময় খোলা থাকবে। মানুষের সেবা দেওয়া আমার দায়িত্ব। কোন ক্ষতিগ্রস্ত মানুষ সেবা নিতে এসে হয়রানির শিকার হবে না। আপনারা সত্য তুলে ধরবেন। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে