মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মহম্মদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২০
মহম্মদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান
মহম্মদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

মাগুরার মহম্মদপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার।

মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ-এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, ভাইস চেয়ারম্যান বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: বেবী নাজনীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, থানার ইন্সপেক্টর (তদন্ত) বোরহান উদ্দিন, বিনোদপুর ইউপির চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান।

1

আলোচনা শেষে প্রাথমকি পর্যায়ের ১৪০ জন শিক্ষার্থীকে মাথাপিছু ২ হাজার ৪০০ করে, মাধ্যমিক পর্যায়ের ৮০ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৬ হাজার করে এবং কলেজ পর্যায়ের ৩০ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৯ হাজার ৬০০ করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া ১০ ছাত্রীকে ১০টি বাইসাইকেল দেওয়া হয়।

শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন প্রিতম সরকার ও শ্রাবন্তি সরকার সৌমি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে