শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চৈত্রের সকালের মেঘলা আকাশ আড়াইহাজারের বিভিন্ন স্থানে বৃষ্টি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ১১:৫৭

বেশকিছু দিন পর হলেও আজ ( রোববার) সকালেই আড়াইহাজারের আকাশটা কালো মেঘে ছেয়ে অনেকটা বৃষ্টি ও ঝরেছে অনেক স্থানে। এটি ছিল একটি কাঙ্খিত বৃষ্টি। কারণ, চৈত্রের প্রথম সপ্তাহ চলমান। শীতের ঋতু সদ্য বিদায় নিয়েছে। গরম এখনো প্রচন্ড ভাবে না পড়লেও দীর্ঘদিন বৃষ্টির ছোঁয়া না পাওয়াতে আড়াইহাজারের রাস্তা ঘাট হয়ে পড়েছিল ধুলোয় ধূষরিত। তাই এমন একটা বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলেন এলাকাবাসি।

ভোর হতেই আকাশ সাজ নিচ্ছিল কালো মেঘে মেঘে। মাঝে মাঝে গুরু গুরু দেয়ার ডাক আর বিদ্যূৎ চমকানোর ঝিলিক দেয়া আলো আর আঁধারীর খেলা ছিল উপভোগ করার মত। অনেক স্থানে হালকা এবং কোথাও কোথাও মাঝারী বৃষ্টি হওয়ার ও সংবাদ পাওয়া গেছে। বৃষ্টি হওয়ার ফলে জমি গুলো ধঞ্চে ফসলের বীজ ফেলা ও গ্রীষ্মকালিন নানা রকম শাকসবজি বোনন ও রোপনের উপযুক্ত হয়েছে বলে জানান এলাকাবাসী। তা ছাড়া বৃষ্টির পানি চলমান ইরি বোরো ফসলের জন্য সেচের উপর বোনাস সুবিধা হিসেবে কাজ করবে বলেও জানা অনেকে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে