মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়েই কিশোরগঞ্জে পুলিশে কনস্টেবল চাকরি পেলেন ১১২ জন চাকরি প্রাথর্ী।
২০ মার্চ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইনের ড্রিল শেডে নিয়োগপ্রাপ্ত প্রত্যেককে বাংলাদেশ পুলিশের পুলিশ হ্যাণ্ডবুক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান ও ফুল দিয়ে নিয়োগপ্রাপ্তদের বরণ কওে নেওয়া হয়। চুড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মোট ১২০ জন নির্বাচিতদের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, সত্যিকার অর্থে পুলিশে চাকুরি করতে হলে পুলিশ হ্যান্ডবুকটি প্রয়োজন। তাই তাদেরকে পুলিশ হ্যান্ডবুকটি দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হলে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি পড়তে হবে। তাই তাদেরকে এই বইটিও দেওয়া হয়েছে। চাকুরিপ্রাপ্ত অধিকাংশ নারী পুরুষ কৃষক, শ্রমিক ও নানা পেশার নিম্ন আয়ের মানুষ। তারা অনেক কষ্ট করে পুলিশ লাইনে আসার জন্য পাড়া-প্রতিবেশি আত্মীয়-স্বজনের কাছে থেকে ৩০০/৪০০ টাকা ধার পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ও পুলিশ লাইনে একাধিকবার যাওয়া-আসার জন্য। এখন তারা পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশের সাথে অধিকাংশ নিয়োগপ্রাপ্তরা আনন্দে কেঁদে-কেঁদে সাংবাদিকদের কাছে তাদের জীবনের অতীত বেকার সমস্যার নানা নেতিবাচক দিক তুলে ধরেন। তাদের সংসারে হাল ধরার তথা আয় রোজগারের কেউ ছিল না। তাই চাকরিটা তাদের জীবনে খুবই প্রয়োজন ছিল। মহান আল্লাহ তাল্লাহ তাদের দিকে তাকিয়েছেন। মা বাবার দোআও কাজে লেগেছে। তাদের কথা শুনে উপস্থিত পুরিশ কর্মকতার্, সংবাদকর্মীসহ সবার চোখ লোনা জলে প্লাবিত হয়।
যাযাদি/ এস