মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

দৌলতপুর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৩, ১৯:৫৬
দৌলতপুর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
দৌলতপুর উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আজ ২২ মার্চ বুধবার সকাল ১০ঃ৩০মিনিটে গনভবন থেকে সারাদেশে ৭ জেলা এবং ১৫৯ টি উপজেলায় মোট ৩৯,৩৬৫টি ঘর প্রদান করে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ২২৩ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দিয়ে পূর্নবাসিত করে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন ।

1

মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের ধারাবাহিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা অফিসাস ক্লাব মিলনায়তনের ভার্চুয়াল ভিডিও কনফারেন্স দৃষ্টি ও শ্রবণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মো: মহসিন মৃধা, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা রেজা্উল হক, উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইরাজ উদ্দিন দেওয়ান, উপজেলা সহকারী প্রোগ্রামার/আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,খলসী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু,সাধারন সম্পাদক এবি খান বাবুসহ ,বিভিন্ন দপ্তর প্রধান ,সুবিধাভোগী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও সুশীল সমাজের লোকজন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে