বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে ১৫৫ জন গৃহহীনের মাঝে জমির দলিল হস্তান্তর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১২:২১
ছবি-যাযাদি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চতুর্থ পর্যায়ে ১৫৫ জন ভুমিহীন ও গৃহহীনের মাঝে ঘড় ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা এবং জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর উপজেলা প্রশাসন তাদের হাতে দলিল হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রম কৃষ্ণ বর্মন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সুফলভোগী, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে