শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে আউশ ও পাট চাষের প্রণোদনা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৩:৩৮

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক চাষিদের মাঝে আউশ ও পাট চাষের প্রণোদনা বিনা মূ্ল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের খরিফ-১/২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ প্রণোদনা প্রদান করা হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিবলী খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা শফিউল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন উফশী আউশ চাষের জন্য প্রতিটি কৃষককে পাঁচ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার উপজেলার এক হাজার পাঁচ'শ জন কৃষককে প্রদান করা হয় এবং উপজেলার ২৫০ জন পাট চাষিদের প্রতিজনকে একই পরিমান সারসহ এক কেজি পাট বীজ প্রদান করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে