বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৫:৩৫
চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ
চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

গত ২২ মার্চ বুধবার বিকেল ৫টায় ড্যাফডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে নিয়মিত কুরআন মাজিদ শিক্ষা আসরের ৩ ও ৪নং ব্যাচের ৪১ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওইপ্রতিষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব জহিরউদ্দিন শাহ।

1

পরিচালক (প্রশাসন) মো. রমজান আলী শাহর সভাপতিত্বে এসময় পরিচালক (প্রকাশনা) মো. আলতাফ হোসেন ও অধ্যক্ষ মো. মশিউর রহমান, মাও. ওস্তাদ মাসুম তারিফ প্রমূখ বক্তব্য রাখেন ।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে নিয়মিত কোরআন মাজিদ পাঠ, সকল ধর্মের ধর্মীয় পাঠ ও চর্চা, আদব-কায়দা, আচার ব্যবহারসহ যাবতীয় দৈনন্দিন গুণাবলী শেখানো হয়। এছাড়াও উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলসহ সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নিয়মিত ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করাসহ পালন করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে