বিশ্ব যক্ষা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন অফিস ও সহযোগী সংস্থা সমূহের আয়োজনে, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্তর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জেন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএমএ এর সহ-সভাপতি ডাক্তার আব্দুল মজিদ সরকার, নাটাব এর সাধারণ সম্পাদক ডাক্তার মুজিবুল হাসান চৌধুরী শাহিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ডিএসএমও ডাক্তার মেরাজুল ইসলাম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আশরাফুল আলম প্রমূখ। যাযাদি/ এম