মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে নবীনদের বরণ ও বিদায় অনুষ্ঠিত 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ২৩ মার্চ ২০২৩, ১৯:৩৪
নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে নবীনদের বরণ ও বিদায় অনুষ্ঠিত 
নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে নবীনদের বরণ ও বিদায় অনুষ্ঠিত 

নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং সংসদ মু.জিয়াউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪'চাঁপাইনবাবগঞ্জ- ২ সাংসদ মু.জিয়াউর রহমান ।

1

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার, মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম, অফিসার ইনচার্জ মিন্টু রহমান এবং উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষার্থী যেন মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারে এ বিষয়ে শিক্ষকদের অনুরোধ করেন ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে