শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৩ মার্চ ২০২৩, ১৯:৪১

‘হাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এ শ্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় যক্ষ্মা প্রতিরোধ সমিতির (নাটাব) নোয়াখালী জেলা শাখা, জেলা সিভিল সার্জন অফিস, ব্র্যাকের উদ্যোগে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়।

সিভিল সার্জন অফিস থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, নাটাবের জেলা সভাপতি অধ্যাপক কাজী মুহম্মদ রফিক উল্লাহ, ডিস্ট্রিক্ট সার্ব্যািন্স মেডিকেল অফিসার (টিবি- লেপ্রোসি এন্ড এএসপি) ড: এইচ এম কাদিরুল কাউসার ও সাংবাদিক আবু নাছের মঞ্জু।

এ সময় বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তাগণ ওষধ নিরোধক যক্ষ্মার ভয়াবহতা তুলে ধরে যক্ষ্মা রোগীদের বিনামূল্যে নিয়মীত ওষুধ সেবন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোধ করেন এবং এ বিষয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনা সৃস্টিতে সবাইকে কাজ করার আহবান জানান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে