বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

ময়মনসিংহ প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ১২:৪১

দিনের শুরুতে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পর ময়মনসিংহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সকাল আটটায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এবারের স্বাধীনতা দিবসে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সীমিত আকারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী সাংসদ মনিরা সুলতানা মনি। এরপর শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতর, শিক্ষক শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে