বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষা শুরুতে মশলা জাতীয় চারা পেল ৬৮ পরিবার 

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ১৯:৪৮

বান্দরবানে থানচি উপজেলা দুর্গম পাহাড়ী পল্লীতে পারিবারিক ভাবে অর্থ সামাজি উন্নয়ন ও আয়-বর্ধক কাজের সাথে যুক্ত করে হত দরিদ্র অসহায় ৬৮ পরিবারকে মশলা জাতীয় চারা বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালের উপজেলা ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডে মরহুম মাংলু হেডম্যান পাড়া ও কোঅং খুমী পাড়ায় মোট ৪৬টি পরিবারকে এ চারা বিতরণ করা হয়।

একশনএইড-বাংলাদেশ অর্থায়নে বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) এর আয়োজন তরেন।মসল্লা চারা মধ্যে (এলাচি চারা, গোল মরিচ চারা, দারুচিনি চারা ও ভার্মি কম্পোস্ট সার) ইত্যাদি।

মশলা জাতীয় চারা বিতরণ সময় উপস্থিত ছিলেন দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এ জেড এম মৌসুম ইসলাম বিএনকেএস সংস্থার ওইএসআইএসএস প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক, পেশল চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মংচ প্রু মারমা, ওইএসআইএসএস প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাংলু হেডম্যান পাড়া ও কোঅং পাড়া, দুই পাড়াবাসী প্রধান (কারবারী) ও ৬৮ পরিবারের প্রধানরা অংশ নেন।

যাযাদি/এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে