মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton

ময়মনসিংহে গরুসহ ৫ চোর গ্রেফতার 

ময়মনসিংহ প্রতিনিধি
  ০১ জুন ২০২৩, ১৮:০৮

ময়মনসিংহে আন্তঃজেলা গরুচোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি গরু উদ্ধার সহ চুরির কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১লা জুন) দুপুরে জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ময়মনসিংহের ভালুকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামে ডেইরি ফার্মের দেয়াল ভেঙে সোমবার (২৯ মে) গভীর রাতে ১০টি গরু নিয়ে যায় আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা। ঘটনার পর দিন মঙ্গলবার ভালুকা থানায় মামলা করেন ডেইরী ফার্মটির কেয়ারটেকার আলাইদ্দিন।

এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে নান্দাইল এলাকা থেকে গরুচোর চক্রের ম‚ল হোতা সবুজকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় আরো ৪ চোরকে।

চক্রের মূল হোতা সবুজ ট্রাক ভর্তি গরু ডাকাতির আরেক মামলায় জামিনে এসেই দল গঠন করে ডেইরি ফার্মে চুরি করে। গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

কোরবানির ঈদকে সামনে রেখে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ভালুকা এলাকায় চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে