শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যুু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৭ জুন ২০২৩, ১৬:১৯
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যুু
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যুু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে নোভা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এই দুর্ঘঠনা ঘটে। নোভা আক্তার উপজেলার মাধবপাশা গ্রামের সালমান মিয়ার মেয়ে।

1

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির উঠোনে খেলা করছিলো নুবা আক্তার। এ সময় বাড়ির অন্যান্য বাসিন্দারা কাজে ব্যস্ত হয়ে পড়লে সকলের অগোচরে বাড়ির প্বার্শবর্তী পুকুরে পড়ে যায় নোভা। কিছুক্ষণ পর নোভাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু তার পরিবারের লোকজন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুক আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে