শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালথায় মাটি কাটায় ২০ হাজার টাকা জরিমানা 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  ০৮ জুন ২০২৩, ১১:৪০

ফরিদপুরের সালথায় অবৈধভাবে কুমার নদের পাড় থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে একজনকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৭ জুন) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

এসময় যদুনন্দী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্যসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, কুমার নদের পাড় থেকে ভেকু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির জন্য প্রস্তুত করার দায়ে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে" অভিযুক্ত রিপন ফকির, পিতা মৃত সালাম ফকিরকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সালথা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে