বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

হাতিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১৪:০৯
হাতিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় জোছনা বেগম (৩২) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) সকাল দশটার দিকে উপজেলার চরকিং ইউনিয়ের ৫ নং ওয়ার্ডের শুল্লিকিয়া এলাকা থেকে গাছ থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে হাতিয়া থানা পুলিশ ।

নিহত জোছনা বেগম উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লিকিয়া গ্রামের মিরাজের স্ত্রী।

নিহত জোছনা বেগমের শশুর বাড়ীর লোকজন দাবী করেন জোছনা বেগম মানসিক রোগী। স্বামীর সাথে রাগারাগি করে গতরাতে দশটার দিকে ঘর থেকে বের হয়ে যায় ,রাতে আর ঘরে আসেনি। পরে তারা তাকে একটি শীল কড়ই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে