বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বদলগাছীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১৪:৪১
বদলগাছীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নওগাঁর বদলগাছীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (১০ জুন) বেলা ১১টায় উদ্বোধন করা হয়।

নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের সভাপত্বিে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ন সাধারণ সম্পাদক আ: ছালাম মন্ডল, বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন প্রমূখ বক্তব্য রাখেন। কৃষকদের মাঝে প্রতিপাদ্য বিস্তারিত আলোচনা করেন বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। আলোচনায় পলিনেট হাউস প্রযুক্তি ও পলিথিন মালটিউব প্রযুক্তি বিষয়ে কৃষকদের অবহিত করা হয়। তিনি বলেন সরকার কৃষি খাতে প্রচুর অর্থ ব্যয় করে কৃষি খাতে সহায়তা করছে। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ শতাধিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে