রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৫
আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল
আটোয়ারীতে ঐক্য পরিষদের সম্মেলনে সভাপতি কমলেশ:সম্পাদক সজল

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে তপন কুমার রায় সজল নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, শনিবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে দিনব্যাপী র‌্যালী ও আলোচনার সভার মধ্যদিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়। উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বাবু কল্যান কুমার ঘোষ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরু, এ্যাড. পদ্মলোচন দে, হরিশ চন্দ্র রায়, নিতাই চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র ঝাঁ, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন, বিমল চন্দ্র, কল্যাণ কুমার পাল সহ ছয় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এবং খ্রিস্টান সম্প্রদায়ের সহস্্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

অত:পর দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং তপন কুমার রায় কে সাধারণ সম্পাদক নির্বাচন করে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়ে অনুমোদন দেয় জেলা কমিটি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে