সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে ৪ হাজার কেজি ভারতীয় চোরাই চিনি আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩
দুর্গাপুরে ৪ হাজার কেজি ভারতীয় চোরাই চিনি আটক
দুর্গাপুরে ৪ হাজার কেজি ভারতীয় চোরাই চিনি আটক

নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় ৪ হাজার ৪৫৫ কেজি (৯৯ বস্তা) চোরাই চিনি আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার শিমুলতলী এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। তবে সে-সময় ট্রাক চালক পালিয়েছে।

পুলিশ জানায়,শুল্ক ফাঁকি দিয়ে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় চোরাই চিনি পাচারকালে একটি ট্রাকের ভিতরে প্রতি বস্তায় ভরা ৪৫ কেজির ৯৯ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ৫০ টাকা।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ করা হয়। তবে কাউকেই আটক করা যায়নি। ট্রাক চালক পালিয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে