ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে স্মার্ট টিভি উপহার দেওয়া হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউএনও এম. সাজ্জাদুল হাসানের সৌজন্যে বিজয়ী দল রূপসী পিপলস ক্লাবের খেলোয়াড়দের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া, বিজিত দলকেও এলইডি টিভি উপহার দেওয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপসী পিপলস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান। এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ্ সুলতান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।
ফাইনাল খেলায় রূপসী পিপলস ক্লাব ১-০ গোলে শম্ভুগঞ্জ অন্বেষা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দল রূপসী পিপলস ক্লাবের খেলোয়াড়েরা জানান, খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার টিভি উপহার আমাদের আনন্দকে অন্য মাত্রা দিয়েছে। সবাই খুব খুশি। চেষ্টা করবো সামনে আরও ভালো খেলার।
যাযাদি/ এস