রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
walton

চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নে  শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৮

ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে যৌন নিপীড়নের মামলায় চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরাজী বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার পর শহরের শেখ পাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরের পর (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে এদিন সকালে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্রীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক ও বিদ্যালয়ের ব্যবস্থা কমিটির সভাপতি বরাবর স্মারক লিপি পেশ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান কাজল জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল আরাফাত চুয়াডাঙ্গা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরাজী বিভাগের সহকারী শিক্ষক। তিনি শহরের শেখ পাড়ার ভাড়া বাসায় ৩০ থেকে ৪০ জন ছাত্রীকে প্রাইভেট পড়াতেন।

এর মধ্যে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ পাওয়া যায়। প্রস্তাবে রাজি না হলে ছাত্রীটিকে পরীক্ষায় অকৃতকার্য করানোর হুমকি দেয়। তাতেও ছাত্রী রাজি না হওয়ায় এক পর্যায়ে তাকে খাতা দেখানো কথা বলে সোমবার সকাল ৬টায় ওই শিক্ষকের বাসায় যেতে বলে। ওই ছাত্রী যথা সময় পৌঁছে দেখে শিক্ষকের বাসায় কেউ নেই। ছাত্রীটি অভিযোগ করে, ফাঁকা বাসায় একা পেয়ে শিক্ষক তাকে জাপটে ধরে ধর্ষন করার চেষ্টা করে। ছাত্রী সর্বাত্মক চেষ্টা করে শিক্ষকের বাসা থেকে নিজেকে রক্ষা করে চলে আসে।

বিষয়টি সে সহপাঠীসহ তার অভিভাবকে জানায়। তার অভিভাবক সোমবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে