সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

দুর্গাপুরে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৩
দুর্গাপুরে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী 

রাজশাহীর দুর্গাপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার অসীম কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ নানা শ্রেণী-পেশার অতিথিবৃন্দ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্টল নির্বাচন করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে