শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

মান্দায় দুই ছিনতাইকারী আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ১৯:৪৮
মান্দায় দুই ছিনতাইকারী আটক

নওগাঁর মান্দায় বেশকিছু দিন ধরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল আরোহী। এরা ব্যাটারি চালিত চার্জারভ্যানের নারী যাত্রীদের টার্গেট করে পিছু নেয়। সুযোগ বুঝে নারীদের ভ্যানিটিব্যাগ ও স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সামসুন্নাহার বলেন, গত ২১ সেপ্টেম্বর আমি স্বামীর বাড়ি ১১ নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে ফেরিঘাট হয়ে ব্যাটারি চালিত চার্জারভ্যানে চড়ে বাবার বাড়ি ৫ নং গণেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে যাচ্ছিলাম।

পথে সাতবাড়িয়া মোড়ের অদুরে মিলনের ভাটার কাছাকাছি গেলে পেছন থেকে আসা মোটরসাইকেলের দুই ছিনতাইকারী তার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে একটি স্মার্টফোন, সোনার কিছু গহনা ও ৮৭০ টাকা ছিল।

এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।’মান্দা ইউনিয়ন পরিষদের সদস্য মমতা হেনা ফেন্সি বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাত ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে ফেরিঘাটে যাচ্ছিলাম। পথে টেক্সটাইল কলেজের কাছে গেলে আমার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে ১১ হাজার ৮০০ টাকা ও একটি স্মার্টফোন ছিল।’

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় মেহেদী হাসান ও দুর্জয় আহমেদ নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের আনিছার রহমানের ছেলে মেহেদী হাসান (২৪) ও বড়পই মধ্যপাড়া গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে দুর্জয় আহমেদ (১৯)।

আটককৃত ওই দুই ছিনতাইকারীকে রবিবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে